মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
উভ: উত্তরের শেষ জেলা পঞ্চগড় আর এই জেলার বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা আকাশে উড়ছে। ১১৭ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ড টি নির্মাণ করা হয়েছে। সোমবার বিকেল ৩ টায় এর শুভ উদ্ভোদন করেন জেলা প্রশাসক মো:সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি’র অধিনায়ক মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু,সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা জামায়াতের আমির ইকবাল হোসেইন,এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু,জেলা জাগপার সহ সভাপতি শামসুজ্জামান বিপ্লব,গনঅধিকার পরিষদের আহব্বায়ক মাহফুজার রহমান,জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসন থেকে যানা যায় বাংলা বান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্লাগস্ট্যান্ড ভারতীয় পতাকা উড়ানো হয়।কিন্তু বাংলাদেশের অভ্যান্তরে বড়ো কোন ফ্লাগস্ট্যান্ড সেভাবে পতাকা উড়ানোর ব্যবস্থা ছিল না। বাংলাদেশে ভারতের চেয়েও বেশি উচ্চতর ফ্লাগস্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল পঞ্চগড় বাসির।সে দাবীর প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। নির্মন কাজ শেষে ফ্লাগস্ট্যান্ডটি আজ উদ্বোধন করা হয়।পর্যটক মুখি তেঁতুলিয়ায় ফ্লাগস্ট্যান্ডটি এক নজর দেখতে ভীড় করবে পর্যটকরা এমনটি প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

