আমিরুলইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা ঢাকা থেকে পঞ্চগড় পৌছালে তাকে নিয়ে নেতা কর্মীরা বিশাল আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে তিনি বোদা উপজেলার ময়দান দিঘীতে প্রয়াত আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরীর কবরে মোনাজাত করে। পরে তাকে হাজার হাজার নেতা কর্মী মোটর সাইকেল যোগে আনন্দ মিছিল বের করে। এসময় নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। মিছিলটি জেলা শহরের শের-ই-বাংলা পার্কে শেষ হয়। এসময় মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব ও নাঈমুজ্জামান মুক্তা। এদিকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে পঞ্চগড় -২ আসনে মনোনয় ফরম সংগ্রহ করেছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। পঞ্চম বারের মত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে মনোনয় ফরম সংগ্রহ করলেও নির্বাচনী আচরণবিধীর বিষয়টি মাথায় রেখে প্রশাসনের প্রটোকোল ছাড়াই কয়েকজন নেতাকে নিয়ে ফরম সংগ্রহ করেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বহ্নি শিখা আশার কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।