পঞ্চগড় প্রতিনিধি:
অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার অর্থের জোগান দিতে সহো নামে নতুন এক প্লাটফর্ম চালু হয়েছে। প্রজেক্ট অব হেলপিং হিউম্যান ফাউন্ডেশনের অনলাইনভিত্তিক নতুন এই কর্মসূচির নাম সহো।
shoho নামে তারা একটি ওয়েবসাইটও চালু করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমেই অসহায় দরিদ্র ও যাদের চিকিৎসা ব্যয়ের সামর্থ নেই এমন মানুষদের সহযোগিতার জন্য ক্যাম্পেইন করবে সংগঠনটি। পঞ্চগড় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় সংগঠনটির কার্যালয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদের চিকিৎসার জন্য প্রথম ক্যাম্পেইন শুরু করা হয়। তিনি কিনডিসহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন রয়েছেন। প্রতি মাসে তার চিকিৎসার পেছনে খরচ হচ্ছে এক লাখ টাকারও বেশি। কিন্তু এতো বড় অঙ্কের টাকার জোগান দেয়া তার ও তার পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই জেলার প্রথম সারির এই গণমাধ্যমকর্মীর সহায়তায় ক্যাম্পেইন শুরু করে সহো। শুরুতে মাহমুদ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী এই গণমাধ্যমকর্মীর চিকিৎসায় ৫০ হাজার টাকার সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করবেন তিনি। প্রথম কিস্তির ১০ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন সংগঠনটির প্রতিনিধিরা। এ সময় সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, তরুণ সমাজকর্মী নয়ন তানবীরুল বারী, আব্দুল আলিম, মহসিন আলীসহ তরুণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সহোর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রথম অনলাইন এই ক্যাম্পেইন শুরু করেছি। এই ওয়েব সাইটে আমরা খুব দরিদ্র অসহায় ও যাদের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না তাদের বাছাই করে ক্যাম্পেইন শুরু করবো। দেশে বিদেশে অনেক হৃদয়বান মানুষ রয়েছেন যারা সহায়তা করতে চান কিন্তু সেই সুযোগ ও প্লাটফর্ম পান না। আমরা তাদের জন্যই এই ওয়েবসাইট নির্মাণ করেছি। এখানে যার নামে ক্যাম্পেইন করা হবে তার রোগের বিস্তারিত তথ্য ও কাগজপত্রের কপি থাকবে। সেই সাথে কোন ডোনার কেমন সহায়তা করলেন, কি পরিমাণ টাকা কিভাবে খরচ করা হচ্ছে তার সব বিবরণ ওয়েবসাইটে দেয়া থাকবে। প্রথমেই আমরা একজন গুণী সাংবাদিকের চিকিৎসার সহায়তার জন্য ক্যাম্পেইন শুরু করেছি। শুরুতেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি আমরা অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। চিকিৎসা সহায়তার পাশাপাশি আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্যেও ক্যাম্পেইন করবো।