মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধ।
পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে প্রায় ৪ শতাধিক অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে উপজেলার বড়শশী ইউনিয়নের কোনাবালা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইশত শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম রিপন ।
বড়শশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, জেলা ছাত্রলীগের সহসভাপতি সোয়ইব সাদিক উচ্ছ্বাস, বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোহন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম মানিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একই ইউনিয়নের বগদুলঝুলা এলাকায় আরও দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।