পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে ছোট ভাই আব্দুল মমিন (৬৫) এর হাতে বড় ভাই ইয়াকুব আলী’র (৮৩) মৃত্যু হয়েছে।
আজ ৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রীয় বড় ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আবারো বিরোধে জড়ায় দুই ভাই সহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে স্থানীয়রা বলছেন নিহত ইয়াকুব আলী আগে থেকেই অসুস্থ ছিল। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সে বাড়িতে এসেছেন।
পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত রন্জু আহম্মেদ জানান, বাড়ি ভিটার ১৪ শতক জায়গা নিয়ে মারামারির। ইয়াকুব আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডি মূলে মৃতদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।