মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়
পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে এক ইউপি সদস্য আরেক ইউপি সদস্যের মারপিটের শিকার ও লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে। ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বলেন, গত শনিবার সন্ধ্যায় সীমান্তের কাছে দশটি গরু উদ্ধার করে বিজিবি। গরুর মালিক না পেয়ে বিজিবি সদস্যরা গরুগুলো ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম যেখানে গরুগুলো পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে স্থানীয়দের গরু জানিয়ে বিজিবি’র কাছ থেকে গরু নেয়। পরে গরুগুলো যেখানে পাওয়া গেছে সেখানে স্থানীয় এক ব্যক্তির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে সে ক্ষতিপুরণ দ্বাবী করে। ইউপি সদস্য মোঃ সফিকুল মাত্র ১৫০০ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে সেটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সফিকুল আমার গায়ে হাত তোলে। পরে সেখান থেকে আমি ইউনিয়ন পরিষদে আসলে পুনরায় মুঠোফোনে আমাকে হুমকি দেয় এবং পরক্ষণেই হাড়িভাষা বাজারে জন সম্মুখে আমাকে মারপিট শুরু করে। প্রত্যক্ষদর্শী সংরিক্ষত মহিলা আসনে ইউপি সদস্য মোছাঃ আজিমা খাতুন বলেন, আগে কি হয়েছে জানিনা। তবে ইউপি সদস্য সফিকুল যখন ইউপি সদস্য ইব্রাহিমকে মুঠোফোনে হুমকি দেয় তখন আমি ইব্রাহিম ভাইয়ের সাথে ছিলাম। পরে ইব্রাহিম ও আমি বাজারে দাড়িয়ে ছিলাম এমন সময় সফিকুল মেম্বার এসে ইব্রাহিম ভাইকে মারধর শুরু করে। স্থানীয়রা জানান, গরুর মালিকের বাড়ি এবং যেখানে গরু পাওয়া গেছে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। যথাসম্ভব গরুগুলি চোরাই পথে ভারত থেকে আনা। গরুগুলো যে ফসলের ক্ষতি করেছে তাতে সফিকুল মেম্বার মাত্র ১৫০০ টাকা দিতে চাইলে তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ইব্রাহিম ভাইয়ের গায়ে হাত তোলে। দুই বারে তাকে মারপিট ও লাঞ্ছিত করে। আমরা তার সঠিক বিচার চাই।