আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ এর অপরাধে দুই ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৩ শত কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা এলাকায় অবস্থিত সেতারা ফিলিং স্টেশন প্রাঙ্গনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণের অপরাধে যে ২ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে তাদের মধ্যে পঞ্চগড় বাজারের আনিস স্টোরের স্বত্বাধিকারী আনিসকে ১০ হাজার টাকা এবং পঞ্চগড় বাজারে জয় স্টোরের স্বত্বাধিকারী মেহেদী হাসান জীমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে আমাদের ধরণের অভিযান চলমান থাকবে। পরিবেশ বাঁচাতে আমরা পঞ্চগড় জেলাবাসীর সহযোগিতা কামনা করছি।