মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পঞ্চগড় জেলা আওয়ামী লীগের গ্রুপিং চরম আকার ধারণ করেছে। বুধবার (১০ জানুয়ারী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৫২ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি দুই গ্রুপে বিভক্ত হয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের একাংশ ও পঞ্চগড় ১ আসনের নব নির্বাচিত সাংসদ নাইমুজ্জামান ভূঁইয়ার অনুসারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম ঘোষিত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, সহসভাপতি মনিরা পারভীন, আবু তোয়বুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট দলীয় কার্যালয়ে তার অনুসারীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজিয়া পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, প্রচার সম্পাদক রবিউল ইসলাম চানু, কৃষি বিষয়ক সম্পাদক সপিয়ার রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।