মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি
আজ পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম সভাপতিত্বে প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়,মাননীয় রেলপথ মন্ত্রী পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব নুরুল ইসলাম সুজন এর পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোঃওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় ১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃনাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। এ সময় অন্যান্যদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃফারুক আলম টবি,বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃইমতিয়াজ হোসেন মির্জা,এডভোকেট মোঃ আমিনুর রহমান পি পি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃআফসারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু মোঃইউনুস আলী লেলিন,সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম মহোদয় বলেন নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন করতে হবে।যারা নির্বাচনী আচরণবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন যথাসময়ে হবে।