মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আজ দুপুর ২ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়,
২০/১২/২০২৩ খ্রি: পঞ্চগড বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এস আই মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সময় ০৮ নং বোদা ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রামের আসামি ১। মোছাঃ বাছিরন নেছা(৪৫), স্বামী -মো: ইসমাইল হোসেন, ২। মো: রাসেল ইসলাম (১৯), পিতা-মো: ইসমাইল হোসেন, উভয়ের গ্রাম -বালাভির ডাঙ্গাপাড়া, থানা-বোদা পঞ্চগড়, বছিরনও তার ছেলে রাসেলের কাছ থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আসামিদয়ের বিরুদ্ধে বোদা থানার মামলা নং -১৫, তারিখঃ ২০/১২/২০২৩, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৪(ক)/৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই সাজিদুর রহমান সঙ্গীয় ফোর্স বোদা থানা পঞ্চগড়।এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দেশ চ্যানেলকে বলেন,মাদকের ব্যাপারে কোন ছাড় নেই তিনি বোদা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক অভিযান অব্যাহত থাকবে বলে জানান।