মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনার বর্ণাঢ্য রেলীর মাধ্যমে পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য দিবস পালিত হয়।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে জাতীয় মৎস্য দিবসের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন বোদা পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব নারায়ণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম,উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মৎস্য ক্ষেত্র সরকারি মোঃ তোয়াবুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা অবনি মহন বর্মন, প্রধান অতিথির বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মৎস্য চাষীদের নানা রকম প্রণোদনা দিচ্ছেন। আমরা মাছে ভাতে বাঙালি, প্রধানমন্ত্রী পল্লী এলাকায় দরিদ্র ভূমিহীন জনগোষ্ঠী সহ জলাভূমি তীরবর্তী মৎস্যজীবি সম্প্রদায়ের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছেন, তাই সবাই আমরা ভোরবো মাছে মোদের দেশ করব স্মার্ট বাংলাদেশ।