মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড় জেলার বোদা থানায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ পিস ট্যাপেন্ডাডল মাদক দ্রব্য সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক করে বোদা থানা পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৮/০১/২০২৪ খ্রিঃ ২ ঘটিকায় বোদা থানাধীন বোদা বাসস্ট্যান্ডে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আরাফাত হোসেন(২৪), পিতা-মৃত আকবর আলী, সাং-মাঝগ্রাম, পোস্ট-বোদা, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ৫৮ পিস ট্যাপেন্ডাডল/মাদকদ্রব্য সহ হাতে নাতে ধরা হয়। এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি আরাফাতের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ০৭, তারিখ ০৮/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। আসামি আরাফাতের বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা বিচারাধীন আছে। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সেপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক, এস আই মো: আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।