বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নওগাঁর পত্নীতলা উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর ৬ টা ১মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার নজিপুর সরকারি মডেল হাইস্কুল মাঠে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন, ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া-এর প্রতিনিধি এবং পত্নীতলা থানা পুলিশ।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পত্নীতলা ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন।
সকাল ৯টায় নজিপুর সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজন করা হয় এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং স্কাউট দল।
শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন ধরনের শারীরিক কসরত প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান কুচকাওয়াজ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁর বক্তব্যে বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বীর শহীদের আত্মত্যাগেই আমরা পেয়েছি স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজয় দিবসের এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানায়।

