মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে পরিবারের পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৫ জন কর্মকর্তা-কর্মচারীর অবসর জনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে রামপাল পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে
এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা অ:দা: কর্মকর্তা ডা.মো: শাহারিয়ার শামীম এর সভাপতিত্বে এফ,পি,আই ইন্সপেক্টর গাজী যুবায়েদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:আকিব উদ্দিন।
রামপাল পরিবার পরিকল্পনা কার্যালয়ের অ:দা: কর্মকর্তা ( অবসরপ্রাপ্ত) ডা.গাজী ইকরামুল হক,SACMO মনরন্জন পাল,SACMO ভক্তপদ সাহা,FPI তরফদার ফিরোজ আহমেদ,পরিবার কল্যান সহকারী মমতাজ নাসরিন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা এর উপ-পরিচালক মো: আকিব উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিলদার হোসেন,সহকারী পরিচালক (সিসি)ডা.মো: আব্দুল মান্নান শেখ,রামপাল উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল।
এছাড়াও বিদায়ী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা অ:দা: ডা,গাজী ইকরামুল হক।
বিদায়ী ৫ জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফুলেল শুভেচছা ও সন্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা,কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।