মোঃ আমজাদ হোসেন জেলা প্রতিনিধি
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে সংগ্রাম, স্বাধীনতা ও সমৃদ্ধির লক্ষে গঠিত বাংলাদেশের একমাত্র প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসুচীর মধ্যদিয়ে(২৩)জুন বিকালে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পাঁচবিবি পৌর আ,লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী দিবসের কর্মসুচী শুরু হয়। এরপর বিকালে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ফেষ্টুন সহকারে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচবিবি পৌর পার্কে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর আ,লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, আটাপুর ইউনিয়ন আ,লীগের সাঃ সম্পাদক আব্বাস আলী সরকার, বাগজানা ইউনিয়ন আ,লীগের সাঃ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও পৌর ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।