মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি তে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি কৃত রোগীদের চরম ভোগান্তি।
শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ লাইনে কাজ করার অজুহাতে ৫ বিবি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, বিদ্যুৎ বন্ধ থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে আক্রান্ত ভর্তি কৃত রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে,
শনিবার দুপুরে হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়,
কোন আইপিএস এবং জেনারেটর না থাকায়, ভর্তি কি তো রোগীদের চরম গরমে ছটফট করতে দেখা যায়,
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কিছু জটিল রোগের আক্রান্ত রোগীরা চরম গরমে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, এদের মধ্যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ গর্ভবতী মা, মাতৃত্বকালীন মা, সকল ধরনের রোগী রয়েছেন।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তানসিফ জুবায়ের সাথে কথা হলে তিনি জানান, খুব শীঘ্রই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইপিএস অথবা জেনারেটরের ব্যবস্থা করা হবে।