মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোআ, মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে চলার আহ্বান জানিয়ে বলেন, মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর জীবনই আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত।
পরে দোআ ও মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।