ঢাকাSunday , 17 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি ৩ বিজিবি কতৃক মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ প্রদান।

দেশ চ্যানেল
August 17, 2025 12:00 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

১৭ আগষ্ট রবিবার সকাল ১০টায় লোগাং জোন (৩ বিজিবি) এর অধীনস্থ কচুছড়িমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কচুছড়িমুখ নামক স্থানে (জোন সদর দপ্তর হতে ২৪ কিঃ মিঃ দূরে অবস্থিত) একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় প্রায় শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী বাঙালি (পুরুষ, নারী ও শিশুসহ) জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরনকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসা সেবা নিতে আসা সকলের উদ্দেশ্য বলেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST