ঢাকাTuesday , 2 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জামায়াতসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

দেশ চ্যানেল
December 2, 2025 2:57 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জামায়াতসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে যোগদান করেন।

যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন। পানছড়ি উপজেলায় বিগত ১৭ বছরে তেমন কোনো উন্নয়ন করেন নাই, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেবো। বিভিন্ন দল থেকে যারা যোগদান করেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করার আহবান জানিয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় যোগদান অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ন-সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমূখ।

সবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST