ঢাকাSaturday , 20 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার।

দেশ চ্যানেল
September 20, 2025 2:21 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগপাড়া এলাকায় সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ২০ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি সদর জোন এর পানছড়ি সাব জোন কর্তৃক ভোর ০৪ ঘটিকায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানের সময় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্র জানায়, চলমান দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে সেনা টহল দল ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়ায় অবস্থানরত ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে সশস্ত্র দলটি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি রাশিয়ান পিস্তল (টোকারেভ TT-33), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৭.৬২ মি.মি. রাইফেলের ২০০ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, ফার্স্ট এইড বক্স, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইউপিডিএফ (মূল) এর সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা ও অঙ্গ মারমাসহ গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সাধারণ জনগণের জীবনযাত্রা বিঘ্নিত না করে ভবিষ্যতেও শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST