মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিক্যাল ক্যাম্পেইন) প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি সদর জোন এর আওতাধীন পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৪ শতাধিক পাহাড়ী ও স্থানীয়দের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স লে. কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এবং পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন।
চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিক্যাল অফিসার হিসেবে নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বিদর্শী চাকমা উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
মেডিক্যাল ক্যাম্পেইন এর বিষয়ে খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।