মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
জেলার পানছড়ির দমদম এলাকার প্রায় ৬০-৭০টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটি সাম্প্রতিক ভারী বর্ষণে ভেঙে পাশের ছড়ায় বিলীন হয়ে গেছে। ফলে এলাকাবাসী এখন চরম দুর্ভোগে পড়েছেন।
বর্তমানে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশের একটি অস্থায়ী সাঁকো তৈরি করে কোনোমতে যাতায়াত করলেও প্রতিদিন স্কুলগামী শিশু, রোগী ও বৃদ্ধদের চলাফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ সমস্যা নতুন নয়, প্রতি বছর বর্ষাকালে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। মূল সমস্যা পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থা না থাকা। ছড়ার ওপর দিয়ে প্রবল স্রোতের কারনে রাস্তাটি ভেঙে যায়, ফলে এলাকাবাসী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসী অতি দ্রুত রাস্তা সংস্কার ও ছড়ার পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণে মংবাদ মাধ্যমে যথাযথ কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত হয়।