সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাথিয়া পৌর আওয়ামীলীগর সাধারণ সম্পাদক সোহেল রানা খোকনকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসম্বর) সন্ধ্যায় পৌরসভাধীন দৌলতপুর মহল্লায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানা যায় , গত ২৯জুলাই সাঁথিয়া বাজার আব্দুল মতিনের “খোকন স্টোর” নামে একটি মুদিখানার দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয় গত ৫ অক্টোবর সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন।মামলা নং-৫।
এ ব্যাপার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দোকান ভাংচুরের ওই মামলায় উপজিলার সাবেক চেয়ারম্যান সোহেল রানা খোকনকে গ্রেফতার করা হয়েছে । বুধবার (১৮ ডিসেম্বর) তাকে পাবনা আদালত প্রেরণ করা হবে।