ঢাকাThursday , 26 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত বাবার হাতে সন্তানের মৃত্যু

দেশ চ্যানেল
October 26, 2023 4:40 pm
Link Copied!

মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় দুই মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কাঁচপুরের বালুর মাঠ এলাকায়।নিহত দুই মাসের কন্যা সন্তানের নাম আয়েশা সিদ্দিকা।পারিবারিক সূত্রে নিহত আয়েশার মা জানান-পরিবার নিয়ে কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের বাড়িতে বসবাস করছেন।স্বামী হৃদয় এবং স্ত্রী নাদিয়া সিদ্দিকা দুজনেই গার্মেন্টস কর্মী ছিলেন।কাঁচপুর এলাকার সিনহা গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্বামী হৃদয় মাদকাসক্ত হয়ে পড়েন।স্বামী হৃদয় বেকার থাকার কারণে,তাদের সংসারে সব সময় কলহ লেগেই থাকতো।মেয়ে আয়েশা সিদ্দিকার খাবার জোগাড় করা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির কিছুক্ষণ পর দুই মাস বয়সী শিশু কন্যাকে মা নাদিয়া সিদ্দিকা গোসল করিয়ে,মেয়েকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে মেয়ের জন্য দুধ আনতে যায়।এরপর শিশু কন্যা ঘুম থেকে এক পর্যায়ে জেগে ওঠে কান্না করতে থাকে,মেয়ের কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে,পাশে থাকা পাষণ্ড বাবা গলা টিপে মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করেন।অতঃপর পাষণ্ড স্বামী পাশের বাড়িতে গিয়ে স্ত্রী নাদিয়া সিদ্দিকাকে মারধর করে চলে যায়।তারপর স্ত্রী নাদিয়া সিদ্দিকা বাড়িতে এসে মেয়ে আয়েশা সিদ্দিকার কাছে গেলে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন।মা নাদিয়া সিদ্দিকার কান্নার আওয়াজে আশপাশের লোকজন ছুটে আসে।নিহতের ঘটনা দেখে তাৎক্ষণিক এলাকাবাসী সোনারগাঁ থানাকে অবহিত করেন।খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ছুটে এসে দুই মাসের শিশুকন্যা আয়েশা সিদ্দিকার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।সোনারগাঁও থানা পুলিশ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে নিহত শিশুর মা নাদিয়া সিদ্দিকা ও বাবা হৃদয়ের খালা জমিলা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহাবুল আলম জানান-নিহতের ঘটনার ব্যাপারে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার পর ঘাতক বাবা হৃদয় পলাতক রয়েছেন।হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST