ঢাকাSaturday , 2 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে ২৬ বছরেও শান্তি ফিরেনি সাজেক ও বাঘাইছড়িতে

দেশ চ্যানেল
December 2, 2023 11:36 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে পার্বত্য চুক্তির নেতিবাচক দিক তুলে ধরে এবং মৃত চুক্তির আশায় না থেকে আন্দোলনের আহ্বান জানিয়ে শিশু, কিশোর-কিশোরীরা রাস্তায় নামে এসে প্রতিবাদ করেছে।

আজ সকাল ১০টায় সাজেকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট শুকনোছড়া ও রেতকাবা দ্বপদা এলাকায় এবং বঙ্গলতলী ইউনিয়নের বটতলা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‍“মৃত চুক্তির আশা ছেড়ে দাও, আন্দোলনে নামো। আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার আহবান জানানো হয়।

একই সময় বঙ্গলতলি ইউনিয়নের বটতলা এলাকায় শিশু, কিশোর-কিশোরীরা রাম্তায় দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে চুক্তি নিয়ে সন্তু-হাসিনার খেলা বন্ধের দাবি জানায়।

এদিকে, বাঘাইহাট সেনা জোন তাদের চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য সাজেকের হাজাছড়া, উজো বাজার, মাচলং ও করেঙ্গাতলি বাজার থেকে লোকজনকে জোরপূর্বক নিয়ে গেছে এবং জনপ্রতিনিধি ও কার্বারীদেরও হুমকি দিয়ে অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চুক্তি পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত পাহাড়ি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। দীর্ঘ ২৬ বছরে এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন তো হয়নি উপরন্তু এ চুক্তিকে ঝুলিয়ে রেখে সরকার পাহাড়ি জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। অপরদিকে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের দাবি জানালেও এ জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো কোন কর্মসূচি দিতে পারেনি। ফলে চুক্তিকে নিয়ে পাহাড়িদের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে বক্তরা অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST