ঢাকাWednesday , 23 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পিকআপে গাঁজা পাচার, চুনারুঘাট থানার অভিযানে ২ কারবারি গ্রেপ্তার।

    দেশ চ্যানেল
    October 23, 2024 3:04 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টার ,হবিগঞ্জ

    হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ । এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বুধবার (২৩ অক্টোবর ) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন: উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন(৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক লিটন রায় সহ একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চারিয়ে গাড়ি-সহ চালককে গ্রেপ্তার করেন। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। ওই গাঁজার দাম ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান। গোপন সূত্র বলছে , পুজো মিটতেই চুনারুঘাট সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র । সীমান্তের চিমটিবিল, গুইবিল, সাতছড়ি সহ বেশ কয়েকটি স্থান দিয়ে ঢুকছে প্রচুর গাঁজার চালান । গত এক সপ্তাহ র‌্যাব ,বিজিবি পুলিশের হাতে প্রায় দুইমণ গাঁজা সহ ৬ কারবারি গ্রেপ্তার হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST