পুঠিয়া উপজেলা প্রতিনিধি( রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ায় প্রতিবছরের থেকে এ বছর পেঁয়াজ রসুন ভুট্টা চাষ হয়েছে অধিক পরিমাণে । ২৮ তারিখ শুক্রবার পুঠিয়া উপজেলার মাঠে চাষের জমি গুলো ঘুরে দেখলে দেখা যায়। ৩ ভাগের ২ ভাগ জমিতেই পেয়াজ রসুন আর ভুট্টার চাষ হয়েছে। তবে এবছর শরিষার আবাদ গতবারের তুলনায় অনেক কম।
মো:শফিক বলেন, আমি গত বছর শরিষা চাষ করেছিলাম ফলন দাম ভালোই পেয়েছি। আমি অধিক লাভের আশায় এবার পিয়াজ চাষ করেছি।
রকি ইসলাম বলেন,আমি গতবার পেয়াজ রসুন ভুট্টা ও শরিষা চাষ করেছি। তবে এবছর শুধু পেয়াজ রসুন চাষ করেছি। তিনি আরো বলেন। গত বছর পেঁয়াজ রসুন এর দাম ভালো ছিলো তাই এবারও পেঁয়াজ রসুন চাষ করেছি। আশা করছি ভালো লাভবান হবো
আবদুল রাজ্জাক বলেন, পুঠিয়া উপজেলার অধিকাংশ ফসলের জমিতেই পিয়াজ রসুন ভুট্টা চাষ বেশি হয়েছে তিনি আরো বলেন পুঠিয়া উপজেলায় চাষের জমিতে অন্যান্য ফসল খুব কমি দেখা যাচ্ছে এবছর।