পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী) মো:মুন্না আলী
রাজশাহীর পুঠিয়ায় কম খরচে অধিক লাভের আশায়। উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করছেন কৃষকরা ।
বিগত বছর গুলোর তুলনায় চলতি বছর ভুট্টা চাষ ব্যাপক বেড়েছে।রাজশাহীর পুঠিয়া অঞ্চলে অনুকূল আবহাওয়া বিরাজ করলে এবার বাম্পার ফলন আশা করছেন চাষিরা
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে পৌরসভা সহ ৬ টি ইউপি এলাকায় চলতি বছরে ভুট্টা চাষ হয়েছে ৪ হাোজার ৭ শত ৫০ হেক্টর জমিতে যা গতবছরের তুলনায় ৯ শত ৯৫ হেক্টর পরিমান বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
ভুট্টা চাষীরা বলছেন এবার বৈরী আবহাওয়ার কারণে পাঠ চাষ না করে ভুট্টা চাষ করেছেন। আরো বলেন এবার ঘূর্ণিঝড়ের কারণে অধিকাংশ ভুট্টার গাছ মাটিতে পড়ে যাওয়ায় ফলন একটু কম হতে পারে। তারপরও বাজার ভালো থাকায় লোশান হবে না বলে মনে করছেন কৃষকরা
পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন। এই এলাকায় অধিক পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। তুলনামূলক রোগ বালাই ও পোকার আক্রমণ কম হওয়ার কারণে সাধারণ কৃষকরা ভুট্টা চাষের দিকে বেশি অগ্রসর হয়েছে অল্প খরচে ভুট্টা চাষ করে অধিক লাভ পাওয়া যায়। এজন্য কৃষকরা ভুট্টা চাষকে কে বেছে নিয়েছে। ভুট্টা চাষীদের সর্বত্র সেবা দেওয়ার জন্য আমাদের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে।