ঢাকাTuesday , 13 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পুনরায় কর্মব্যস্ততায় খুলনার নগর ভবন,স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে ! 

    দেশ চ্যানেল
    August 13, 2024 9:04 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    কর্মে ফিরেছে খুলনা নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যো অবস্থান থেকে সরকার পতনের পর নানান কারণে মানসিকভাবে বিপর্যস্ত বিভিন্ন দপ্তরের দায়িত্বরত ব্যক্তিরা ফলে সময় পার করেছে নগর ভবনের বাইরে। যদিও তারা দীর্ঘদিন দায়িত্বের জায়গায় থেকে নগরবাসীর বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত রেখে ব্যস্ত সময় পার করতে অভ্যস্ত সে ক্ষেত্রে

    দেশজুড়ে যখন ছাত্র আন্দোলনে অস্থির পরিস্থিতি এবং অসংখ্য ছাত্র জনতার জীবননাশে শোকে কাতরে দেশ ঠিক সেই মুহূর্তে দেশের অবস্থা আরো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তখন একদিকে দেশজুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউজারির মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন করে।

    অপরদিকে আন্দোলনরত ছাত্র জনতা দেশ অচল করে দেওয়ার লক্ষ্যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে দেশ অচল করে দেয়

    এবং তার কয়েকদিন আগের থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের প্রজ্ঞাপনে ধাপে ধাপে সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। এবং উত্তাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে গণজাগরণে সমগ্র দেশ রণক্ষেত্রে পরিণত হয়। আর ঠিক ওই সময় জনগণের রোষানলে সরকার পতন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। যার কারণে খুলনা সিটি কর্পোরেশনের কর্মরত কর্মকর্তাগণ আতঙ্ক ও দ্বিধা গ্রস্থ হয়ে কর্মে বিমুখ অনেকেই অফিস করা থেকে বিরত থাকে।

    ফলে অকার্যকর হয়ে পড়ে খুলনা নগর ভবনের সকল সেক্টর সেবা বঞ্চিত হচ্ছিল নগরবাসী।

    দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও অফিস তদারকিতে না থাকায় থমকে গিয়েছে নগর উন্নয়নমূলক চলমান কাজ।তাছাড়া নগর ভবন জনসেবামূলক একটি প্রতিষ্ঠান।

    এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান কার্যক্রম কোনক্রমে স্থবির হলে নগরবাসী তাদের সেবা প্রাপ্তিতে সমস্যার সম্মুখীন হবে। সে লক্ষ্যে নগর ভবনের নির্বাহী কর্মকর্তা ( যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম নগর ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের নগরবাসীর সেবক হিসেবে উল্লেখ করে দলমত এর উর্ধ্বে থেকে সেবার মানসিকতা নিয়ে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়ে বলেন নগরবাসী নাগরিক সেবা যেন নির্বিঘ্নে পেতে পারে সে বিষয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতির উপর আলোকপাত রেখে তিনি বলেন নগর ভবনে নিয়োজিত সকল কর্মকর্তারা অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পদত্যাগ করলে ৩১ টি ওয়ার্ডের অধিকাংশ জনপ্রতিনিধিগণ আত্মগোপন করেছে ফলে ওই সকল ওয়ার্ডের জনগণ হয়ে পড়েছে অভিভাবকহীন।

    বিজ্ঞাপন

    তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের দিকে সজাগ দৃষ্টি রেখে সেবা প্রদান করা। নগর বাসি যেন কোনক্রমে কোনো সেবা থেকে বঞ্চিত না হয় এবং তারা তাদের প্রয়োজনের তাগিদের ক্ষেত্রে আমাদের পাশে পেয়ে উপকৃত হয়।পাশাপাশি নগরের বেশ কয়েকজন নাগরিক বর্তমান প্রেক্ষাপটে তাদের দুর্ভোগের কথা জানিয়ে বলেন বেশ কিছুদিন হয়েছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৃহৎ একটা সেক্টর পুলিশ বাহিনী বিভিন্ন কারণে তারা একেবারে নিষ্ক্রিয় ছিল বিধায় সারা দেশের সাথে খুলনা নগরজুড়ে উৎপাত বেড়েছিল চোর ডাকার ছিনতাইকারীদের। এতে করে সর্বক্ষণ আতঙ্কে থাকতে হচ্ছে আমাদের।

    পাশাপাশি ৩১ টি ওয়ার্ডের মধ্য অধিকাংশ জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপন বা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ওয়ার্ড ভিত্তিক উন্নয়নমূলক কাজ এবং ময়লা আবর্জনা পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন ধরনের কর্মকান্ড একেবারেই স্থবিড় হয়ে পড়েছে

    সাথে উপদ্রব বেড়েছে দীর্ঘদিন বিরোধীদল হিসেবে রাজনীতির অন্তরালে থাকা তৃণমূল নেতাদের উৎপাত। সবকিছু মিলে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের সড়ক ও ড্রেন মেরামত কাজে যে সকল ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োজিত ছিল তারাও হঠাৎ করে লাপত্তা হওয়ার কারণে জন চলাচল চরম দুর্ভোগে পড়েছে। সে সকল ক্ষেত্রে খুলনা নগর ভবনের যে সকল কর্মকর্তাগণ দায়িত্বে আছেন বিদ্যমান পরিস্থিতিতে তাদের কার্যকর ভূমিকা সাধারণ জনগণের পাশে থেকে আশাব্যঞ্জগ হতে হবে বলে আমরা আশা করি।তবে এ বিষয়ে নগর ভবন থেকে ইতোমধ্য পদক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নেমেছে বলে আমরা দেখেছি এবং তাদের সকল ধরনের নাগরিক সেবায় পাশে থাকতে হবে বলে আমরা আশা করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST