ঢাকাThursday , 25 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পুলিশ পরিচয়ে ৯টি বিয়ে, অতঃপর ধরা খেলো বগুড়ায়-

    দেশ চ্যানেল
    January 25, 2024 6:54 am
    Link Copied!

    মিলন হোসেন
    বগুড়া জেলা প্রতিনিধি –

    নিজেকে নকল পুলিশের এসআই তৈরী করে বিভিন্ন এলাকায় করতো বিয়ে। এক এক করে ৯ টি ধাপে বিয়ে করে রেকর্ড গড়েছে ঘটনার নায়ক কথিত এসআই নাজমুল হক (৩০)। নাজমুল হক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের পুত্র।

    সে নিজের জেলা পাবনায় করেছে ৫টি বিয়ে। অতঃপর বগুড়ার শিবগঞ্জের মোকামতলা আশ্রয় নিয়ে করেছে আরো ৪টি বিয়ে।
    শুধু তাই না যৌতুক হিসেবেও মেয়ে পরিবার থেকে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। প্রতারক নাজমুল নকল পুলিশের পোশাক ধারণ করে ফোনে ছবি তুলে ও ভিডিও কলে অনেককে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো চাঁদা।

    একসময় বেপরোয়া হয়ে ওঠে নিজেকে কথিত পুলিশের (এসআই) দাবী করা নাজমুল। এরই ধারাবাহিকতায় গত সোমবার বগুড়ার মোকামতলা ইউনিয়নের ভরিয়া গ্রামে পুলিশ পরিচয়ে বাড়ি ভাড়া নিতে যায় নাজমুল। সেখানে তার গতিবিধি এলাকাসীর মাঝে সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রতারক নাজমুলকে আটক করা করে।

    এ বিষয়ে শিবগঞ্জ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বলেন, সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়ি ভাড়া নিতে যান নাজমুল হক। সেখানে তিনি নিজেকে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন। এতে ইউপি সদস্য মঞ্জুর সন্দেহ হলে তাৎক্ষণিক মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে নাজমুল হক এর ব্যবহৃত মোবাইল ফোনে চেক করলে সেখানে তার পুলিশের পোশাক পড়া প্রতারনার চক উন্মোচন হয়।

    তবে , নিজ এলাকায় খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে প্রতারক নাজমুল একই কৌশলে তার এলাকাতে ৫টি বিয়ে করেছেন। ইউপি সদস্য মঞ্জু শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করলে পরবর্তীতে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST