তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি :
খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সিঃ সহকারী শিক্ষক সুভাষচন্দ্র মল্লিকের সুদীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের অবসান হয়েছে। তাই দিনটিকে স্মরণে রাখতে অত্র বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ গত ইং ৪ঠা সেপ্টেম্বর বিদ্যাপীঠের শ্রেণিকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি আর্জন করেন অনেক সুখ্যাতি নাম যশ। দরিদ্র ছাত্র- ছাত্রীদের জন্য তিনি ছিলেন নিবেদন প্রাণ। অনেক শিক্ষার্থীকে তিনি নিজের পকেট থেকে পরিক্ষার ফিস, বেতন পরিশোধ করে দিয়ে ঐ সব দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করেছেন তরান্বিত। এই বিদ্যাপীঠে তিনি দান করে গেছেন কোটি টাকা মূল্যের জমি। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দু’হাত ভরে দান করেন।নানা আয়োজনের মধ্যে দিয়ে তিনি গত ৪ঠা সেপ্টেম্বর তার শিক্ষকতা জীবনের সমাপ্ত ঘটিয়ে অবসারে গেছেন। গতকাল প্রগতির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রী এই মহান শিক্ষক কে বিদায় জানাতে গিয়ে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারি হয়ে উঠে প্রগতির আকাশ বাতাস। অনুষ্ঠান শেষে এই মহান শিক্ষক কে ফুলে মোড়ানো গাড়িতে বসিয়ে নিজ বাসভবনে পৌঁছে দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আব্দুর রহমান এবং পরিচালনা করেন সিঃ শিক্ষক অনিষ কুমার বৈরাগী।এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগী,সহকারি প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, সিঃ শিক্ষক যথাক্রমে মোঃ আফজাল হোসাইন,আশীষ বরন গাইন, তনুজা কবিরাজ,তাপসী মন্ডল,সহকারী শিক্ষক যথাক্রমে প্রীতিশ কুমার সানা, সুদীপ্ত মন্ডল,অরুন রায়, দেবদাস সরকার,নমিতা মন্ডল,সাহিন আলম, অফিস সহকারী রবীন্দ্রনাথ বৈরাগী এবং ম্যানেজিং কমিটি সদস্য বৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী।