রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
একটি রাষ্ট্র কিভাবে গঠিত হবে, কিভাবে পরিচালিত হবে তার সকল বর্ণনায় সংবিধানে দেওয়া
আছে । দৈনন্দিন জীবন পরিচালনায় একজন মানুষের প্রয়োজনীয় কিছু আইন জানার পাশাপাশি সংবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। সংবিধান সম্পর্কে ধারণা থাকা একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জাতীয় সংবিধান দিবস ২০২৩ইং পালন অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাংসদ ডঃ শ্রী বীরেন শিকদার এসব কথা বলেন। তিন বলেন, জননেত্রী শেখ হাসিনা সংবিধানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব রেখেই বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। এর আগে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণপূর্বক স্বস্থানে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন। এছাড়াও শালিখা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হোসাইন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, হরেকৃষ্ণ অধিকারী বলেন, প্রতিটি মানুষের আইনগত অধিকার, মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার, সভা-সমাবেশের অধিকারসহ নানাবিধ অধিকারের বিষয়ে সংবিধানে বর্ণনা করা হয়েছে তাই একজন মানুষের অধিকার সম্পর্কে জানতে হলে সংবিধান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রতিবছরের সংবিধান দিবস পালনের মাধ্যমে সাধারণ মানুষ সংবিধান কি এবং সংবিধানের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করে। এ সময় শালিখা উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।