ঢাকাSunday , 13 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দূর্গা উৎসব।

    দেশ চ্যানেল
    October 13, 2024 5:38 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।দেবীর প্রতিমা নিয়ে দলে দলে আসছেন ভক্তরা,বিদায় দিচ্ছেন অশ্রুজলে।রবিবার বিকেল থেকেই নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আখড়া ঘাট বটতলা,মেঘনা নদী,বারদীর স্নানঘাট সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।চারদিনের আনুষ্ঠানিকতা শেষে পঞ্চমদিনে মর্ত্যলোক থেকে বিদায় নিলেন দেবী দুর্গা।প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষে কামারগাঁও পূজা মন্ডপের সভাপতি সুমন দও এবং ইছবগঞ্জ পূজা মন্ডপের সভাপতি বিশ্বনাথ দত্ত মোগরাপাড়া আখড়ার বটতলা ঘাটে অস্থায়ী প্রতিমা বিসর্জন মঞ্চ নির্মাণ করেন।নদীতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এদিকে বিসর্জন উপলক্ষ্যে উপজেলায় বিভিন্ন পয়েন্টে পুলিশ,র‌্যাব, সেনাবাহিনী,নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকতে দেখা গেছে।

    এর আগে তিথির কারণে শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়।সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়।ওই পূজা শেষেই দশমীর লগ্ন হওয়ায় সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন।সকাল থেকেই বিসর্জনের প্রস্তুতির পাশাপাশি সিঁদুর খেলার আয়োজন শুরু হয়ে যায়।বেলা ১১টা থেকেই বিভিন্ন মন্দিরে বিবাহিত নারীরা অংশ নেন সিঁদুর খেলা ও মিষ্টি দানের আয়োজনে। তাঁদের স্বামী-সন্তানরা এবং অনেক ভক্ত শেষবারের মতো দেবীকে প্রণাম জানাতে মন্দিরে মন্দিরে সমবেত হন।শনিবার নবমীর দিন হওয়ায়,রোববার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।বিষাদ ও আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দেন তারা।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুর্গতিনাশিনীর বন্দনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST