ঢাকাSunday , 5 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত।

Link Copied!

 জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও।

ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি।

রবিবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক জুবায়ের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকার সামছুল মণ্ডলের ছেলে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতেই উড়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান।

খবর পেয়ে নিহত চালক জুবায়েরের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটিও হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে (১৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST