হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রামপালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ফয়লা চৌরাস্তার মোড়ে প্রতিবাদ রেলী বের করা হয়। রেলী শেষে চৌরাস্তার মোড়ে ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, জুলফিকার আলি ভুট্টা প্রমুখ। বক্তব্য হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধ করা না হলে তৌহিদী জনতা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে। বক্তারা যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবী করেন।