মোঃ রোমান আকন্দ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
দিনের পর দিন বাড়ছে লোমহর্ষক ধর্ষন।এযেন মানুষের নিত্য দিনের সঙ্গী।এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে।স্থানীয় সুত্রে জানা যায় নৌকা ভ্রমণের সময় প্রেমিকের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সাদিকুল ইসলাম কনক (২৫)– গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা।
পুলিশসুত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী প্রেমিক সাদিকুলের সঙ্গে বেড়াতে বালাসি ঘাটে যান ও নৌকায় ভ্রমন করেন।পরে নৌকায় ঘুরতে ঘুরতে প্রেমিক সাদিকুল তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।এমন ঘটনা ঘটার পর তরুণী নিজেই ফুলছড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সাদিকুলকে গ্রেফতার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন বালাসী ঘাটে প্রতিনিয়ত অসাধু নৌকা ব্যবসায়ীরা তরুন-তরুনী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে দেখলেই নৌকা দিয়ে ঘুরে আসার অনুরোধ জানায়। এতে তরুন- তরুনীরা প্রেমিকের ফাদে পায়ে দিয়ে ঘোরার নাম করে সর্বস্য লুটিয়ে নেয় এতে করে নারীরা ধর্ষনের শিকার হচ্ছে।তাই এমন বেহায়াপনার হাত থেকে ও ধর্ষনের কবল থেকে রক্ষা পেতে প্রশাষনকে স্বদা তৎপর হতে হবে।নইলে গাইবান্ধার বালাসি ঘাটের নাম ও যস চিরতরে মুছে যাবে।