মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নিমতলা মোড়ে অবস্থিত রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এর দায়ে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৯ নভেম্বর বিকাল ৫ টার সময় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর আইনে ৫০০০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ইতিপূর্বে ও রাজধানী হোটেলের বিরুদ্ধে কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এময় ফুলবাড়ী থানার পুলিশ একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কেও সচেতন করা হয়। সহকারি কমিশনার ভূমি জানান এই অভিযান অব্যাহত থাকবে।