মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
“শেখ হাসিনার মূলনীতি” “গ্রাম শহরের উন্নতি” এই শ্লোগানে ও ‘‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ ও পৌর পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত উন্নয়ন মেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মো আল কামাহ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি তদন্ত মো. সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়াসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলার যে দপ্তর মেলায় অংশ প্রহণ করেন। উপজেলা মৎস অফিস, সাব- রেজিস্টার , উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি,উপজেলা ভূমি অফিস, উপজেলা সমাজ সেবা, মহিলা বিষয়ক কর্মকর্তা , সকল ইউনিয়ন পরিষদ , ফুলবাড়ী পৌরসভা কার্যালয় , উপজেলা যুব উন্নয়ন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তব অফিস, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২, ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ, পল্লী সঞ্চয় ব্যাংক , বরেন্দ্র উন্নয়ন বহুমুখী, উপজেলা হিসাব রক্ষক অফিস, নির্বাচন অফিস,উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা মাধ্যমিক অফিস , সহকারী সেটেলমেন্ট , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্র, উপজেলা পল্লী অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা পল্লী বিমোচন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, উপজেলা পানির দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, ফুলবাড়ী থানা।