মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
বগুড়া শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স ১২ জানুয়ারি তারিখ রাত ২১.৪৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন শেরপুর পৌরসভার অর্ন্তগত রামচন্দ্রপুর সাকিনস্থ এএমএ কুদ্দুস ফিলিং ষ্টেশন সংলগ্ন পশ্চিম পাশে ঢাকা-রংপুর মহাসড়কের উপর চেক পোষ্ট ডিউটি করাকালে পাটগ্রাম হইতে লালমনিরহাট হয়ে চট্টগ্রাম গামী নাভিলা স্পেশাল পরিবহন, যাহার নং ঢাকা মেট্রো-ব- ১২-১৩৭১ নামক যাত্রীবাহী নৈশকোচ এর যাত্রীদের দেহ তল্লাশী করিয়া আসামী
১। মোঃ মক্কা আলী (৫৫), পিতা-মৃত আঃ হাকিম, মাতা-মোছাঃ ময়েজান বেগম, সাং-উত্তর গোবধা, ইউপি-দূর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর দেহ তল্লাশীকালে তাহার দখলে থাকা প্লাষ্টিকের বস্তার মধ্যে খবরের কাগজে মোড়ানো ৮০ বোতল মাদক ফেন্সিডিল এবং আসামী-
২। মোঃ জিয়ারুল হক (৩৫),পিতা-মৃত ইছাহাক আলী, মাতা-জহুরা খাতুন, সাং-উত্তর গোবধা, ইউপি-দূর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটএর দেহ তল্লাশীকালে তাহার দখলে থাকা প্লাষ্টিকের বস্তার মধ্যে খবরের কাগজে মোড়ানো ৫০ বোতল মাদক ফেন্সিডিলসহ সর্বমোট ১৩০ বোতল মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৫, তাং- ১৩/০১/২০২৫ ইং ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।