মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামী মোঃ তারেক খান (২০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।
উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে গত ১৭/১১/২০২৩ ইং তারিখে বগুড়ার সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে। যার নং-০৯, তারিখ-১৭/১১/২৩, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে আজ মঙ্গলবার ৫ মার্চ র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।
তবে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।