ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া -০৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মজিবর রহমান মজনু বেসরকারি ভাবে নির্বাচিত

দেশ চ্যানেল
January 7, 2024 3:53 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -০৫ (শেরপুর -ধুনট) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী নজরুল ইসলাম মিনার প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।এছাড়া অন্যান্যদের মধ্যে জাসদ মনোনিত প্রার্থী রাসেল মাহমুদ প্রতিক মশাল পেয়েছেন ১ হাজার ৬ ভোট,বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মামুনুর রশিদ প্রতিক ডাব পেয়েছেন ২ হাজার ৪১৫, বিএনএফের প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল প্রতিক টেলিভিশন পেয়েছেন ২ হাজার ১৯১। প্রসঙ্গত বগুড়া -০৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৫৫২ জন।এর মধ্যে শেরপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৬ জন।পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬৬ জন আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৩০ জন।এছাড়াও ধুনট উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫১ হাজার ৯৫৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৭৯০ ও নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ১৬৬ জন।শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: সুমন জিহাদী বলেন,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।এই উপজেলায় ৯৯ টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শতকরা ৪১.৫০ % ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি। এছাড়া ধুনট উপজেলায় ২৮% ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST