মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
সারা বছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা এলেই কর্মব্যস্ততা বাড়ে তাঁদের। গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বগুড়ায় ছাতা কারিগরদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।
বগুড়া শহরের কাঁঠালতলা ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন জহুরুল ইসলাম। দীর্ঘ ৪২ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত।
কাজের ফাঁকে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, মোটামুটি এখন কাজ হচ্ছে। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না, বর্তমানে প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় ছাতার কাপড়, হাতল, স্প্রিং প্রভূতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। সরবরাহ রয়েছে অনেক কম। তারপরেও প্রতিদিন ২০ থেকে ২৫ টি ছাতা মেরামত করে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আয় করা যায়।
ছাতাপট্রির গলিতে বসা ছাতা কারিগর লয়া মিয়া বলেন, এখন কিছু কাজ আছে । তবে অন্য সময় বসেই থাকতে হয়। আরেক ছাতা কারিগর চেরু মিয়া বলেন, বৃষ্টি হলে ছাতা মেরামতের মোটামুটি কাজকর্ম হয়। তবে বছরের অন্য দিনগুলোতে সেরকম কাজ হয় না। এ সময়টাতে আমাদের কাজের চাপ বেড়ে যায় বহুগুণ ।
বছরের অন্যান্য মৌসুমে তেমন কোন কাজ থাকেনা। শুধু মাত্র বর্ষার অপেক্ষায় থাকেন । বর্ষা এলেই বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়েন ছাতা মেরামতের জন্য। আর বর্ষা এলেই ছাতা কারিগড়দের যেমন কর্মব্যস্ততা বাড়ে তেমনি আয় বহুগুণে বেড়ে যায়।