স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অপহৃত কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র্যাব। অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের দক্ষিণ ঠনঠনিয়া মহল্লার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অপহরণ মামলার আসামি গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আবু মুসা (২২) বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকানিয়া দুর্গাহাটা এলাকার হেলাল প্রামানিকের ছেলে।
এরআগে ১০ জুলাই বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় কিশোরী। সে সারিয়াকান্দি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে কিশোরীকে বিয়ের প্রলোভন, প্রেম প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত মুসা। জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। কিশোরী ঘটনার দিন স্কুলে প্রাইভেট পড়তে যায়। পথিমধ্যে নিউ সোনাতলা এলাকায় তার পথরোধ করে অভিযুক্ত মুসাসহ কয়েকজন। স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।