ঢাকাFriday , 12 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বগুড়ায় এবার আলুর ক্ষেতে লেট ব্লাইট রোগের আক্রমণে চিন্তায় আছে কৃষক-

দেশ চ্যানেল
January 12, 2024 1:30 pm
Link Copied!

মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এবার এই উপজেলায় ১৮ হাজার ৫ শত হেক্টর জমিতে কৃষকেরা আলু চাষ করেছে। এর মধ্যে ১৫০ হেক্টর জমিতে সান-সাইন জাতের আলুতে লেট ব্লাইট/নাবী ধ্বসা রোগে আক্রন্ত হওয়ায় কৃষকেরা চিন্তায় পরেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার, ধামাহার, গুজিয়া, মোকামতলা, বুড়িগঞ্জ, আটমুল, পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মাঠে গেলে আলুর ক্ষেতে এ রোগের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঐ এলাকার কৃষক সলিম উদ্দিন, মিনহাজ, দুলাল মিয়া, বলেন, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে আমাদের আলুর গাছে লেট ব্লাইট রোগ দেখে দিয়েছে। এর ফলে আলু গাছে পচন ধরেছে। সান-সাইন জাতের আলুর গাছে লেট ব্লাইট/নাবী ধ্বসা রোগে আক্রন্ত হয়েছে। ৭০ দিনের ফসল অথচ আলুর গাছের বয়স ৪০-৪৫ দিন হচ্ছে। ঔষুধ স্প্রে করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। আমরা কৃষকেরা দুঃশ্চিন্তাই পড়েছি। তবে এ রোগের কারণে আমাদেরকে লোকসান গুনতে হবে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, আবহাওয়া জনিত ও নিম্নমানের বীজ এর কারণে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মেনকোজে গ্রুপের ছত্রাকনাশক ঔষুধ তিন-পাঁচ দিন পর পর নিয়মাফিক স্প্রে করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। আমাদের কৃষি অফিসের আওতায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক সহ লিফলেট বিতরণ এবং কৃষকদের কে সার্বক্ষনিক এ রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST