মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ায় দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান সফিক।
উক্ত অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় ৩০টি স্টলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্লাব স্থান পায়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নেয়।