মো:মোখলেছার রহমান, গাবতলী, (বগুড়া) :
বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯) ডিসেম্বর সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।জেলার ৬ থানা যথাক্রমে গাবতলি উপজেলায় গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগবাড়ী শাপলা কিন্ডারগার্টেন কেজি স্কুল কেন্দ্র, সারিয়াকান্দিতে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সোনাতলায় টি.এম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় ও রানীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শেরপুরে সামিট উচ্চ বিদ্যালয় ও ছোনকা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ধুনটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আর্দশ উচ্চ বিদ্যালয়ে একযোগে মোট ১১ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ সময় সকল কেন্দ্র পরিদর্শন করেন
দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের মহাপরিচালক আবু সাঈদ, পরিচালক জোবায়ের আহমেদ, সদস্য সচিব ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ, পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার হাসান বিপ্লব, রেজিস্টার তালিবুল হাবিব, সার্কুলেশন সাবিক ওমর। এছাড়াও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন(মহাপরিচালক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), শাহীন আলম ( সাবেক মহাপরিচালক ওয়েলফেয়ার এসোসিয়েশন), রোকুনুজ্জামান (মহাপরিচালক দ্যা ব্রিলিয়্যান্টস্ এসোসিয়েশন), দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক রায়হানুল হক রানা, সাইয়্যেদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ,হাবিবুর রহমানসহ আরো অনেকে।
উল্লেখ্য জেলার প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের ৬১৩২ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।