ঢাকাThursday , 17 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রী প্রেমিকের বাড়িতে অনশন।

দেশ চ্যানেল
April 17, 2025 3:20 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রায় ৭ মাসের প্রেম, ঘরবাঁধার উদ্দেশ্যে প্রেমিকা অবস্থান নিয়েছে প্রেমিক জাকারিয়া (২২) এর বাড়ীতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা কলেজ ছাত্রী ফারিহা আক্তার(১৯)।

বুধবার (১৬ই এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা গ্রামের প্রবাসী ফরিদ উদ্দিনের কন্যার সাথে বগুড়ার সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের প্রবাসী মিঠু মিয়ার পুত্র কলেজ ছাত্র জাকারিয়া(২১) এর সাথে ৭ মাস আগে বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ছাত্রী ফারিহা আক্তার (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুর ২ টায় তাদের প্রেমের সম্পর্ক গাঢ় করতে প্রেমিক জাকারিয়া কে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন শুরু করে।

প্রেমিকা ফারিহার অনশনের খবর পেয়ে প্রেমিক জাকারিয়ার বাড়ির লোকজন বাড়ির প্রধান গেটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। প্রেমিকা রাতভর পরের দিন বুধবার পর্যন্ত সেখানেই কাটায়। এদিকে অনশনের খবরে প্রেমিক জাকারিয়ার বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।

এদিকে, অনশনরত কলেজ ছাত্রী ফারিহা আক্তার সাংবাদিকদের বলেন, জাকারিয়া আমাকে আসতে বলে বাড়ি থেকে পালিয়েছে। ৭ মাস আগে জাকারিয়ার সাথে আমার পরিচয় হয়। পরে ফেসবুকের মেসেঞ্জারে কথাবার্তা বলতে বলতে আমাদের সাথে দ্রুত প্রেমের সম্পর্ক রূপান্তর হয়। একপর্যায়ে আমাদের মাঝে গভীর সম্পর্ক স্থাপন হয়।

এ কারনে আমি অনশনে বসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমৃত্যু অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কলেজছাত্রী ফারিহা আক্তার।

তবে, এ বিষয়ে জানতে চাইলে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলেফ মোঃ আব্দুল করিম নতুন সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি এবং গ্রাম্য পুলিশ দিয়ে মেয়েটিকে নিরাপত্তার ব্যবস্থা করেছি। দু’পক্ষের অভিভাবকদের নিয়ে বসে দ্রুত সুষ্ঠু একটি সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST