মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৯০ (নয়’শ নব্বই) পিস ইয়াবা সহ সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্ৰেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপেজেলার আশোকোলা এলাকার মকবুল হোসেনের পুত্র সোহেল রানা (৩৭)।
বুধবার র্যাব-১২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ (নয়’শ নব্বই) পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।