মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ায় ১০দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে । জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে মেলায় নারী উদ্যোক্তা সহ ৫০টি স্টল স্থান পেয়েছে।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি বিকেলে শহরের শহীদ খোকন পার্কে মেলার উদ্বোধন করেন বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি সভাপতি টি জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন।
উক্ত মেলায় প্রধান অতিথি বলেন, শিল্পনগরী বগুড়াকে আরো সমৃদ্ধ করতে হবে। বগুড়াকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। আমাদের মসলিন শাড়ীর দিকে যেতে হবে, যারা কুটির শিল্পের সাথে জড়িত, যারা বিপ্লব করতে চান এ খাতে, সেইসব উদ্যোক্তাদের সেই মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে।
জেলা প্রশাসক বলেন, বগুড়া শিল্পাঞ্চল, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ। উত্তরের প্রাণকেন্দ্র, বগুড়াকে এগিয়ে নিতে প্রশাসনিকভাবে যে ধরনের সহযোগিতা করা হবে।
আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।