মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –
আজ ৪ জুন ২০২৪ ইং বগুড়া শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (৪র্থ ধাপ) সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে বগুড়া শেরপুর ডি. জে. উচ্চ বিদ্যালয় মাঠ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠ এবং নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় শেরপুর ও ধুনট থানায় অনুষ্ঠিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয়, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখোর করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের অত্যন্ত সতর্কভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। নির্বাচন চলাকালীন সময়ে ভোট প্রদানে বাধা, জাল ভোট বা প্রভাব খাটানো, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে কোন পুলিশ সদস্য যদি নির্বাচন চলাকালীন সময়ে অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সে ক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলেন পুলিশ সুপার মহোদয়।
এছাড়াও পুলিশ সুপার মহোদয়, সকল পুলিশ সদস্যদেরকে রেইনকোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/ক্রাইম এন্ড অপস্/ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল/শেরপুর সার্কেল), সহকারী পুুলিশ সুপার (আদমদীঘি সার্কেল/গাবতলী সার্কেল/নন্দীগ্রাম সার্কেল), অফিসার ইনচার্জ, ডিবি, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ’সহ জেলা পুলিশের অন্যান্য সদস্য ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।